“International Day of the Francophonie” উপলক্ষে অলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় কুইজার্ডস আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ কালচারাল কুইজে ঢাকা মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের সদস্যরা হলেন জয়ন্ত সেন আবীর, রাতুল এশরাক এবং আবরার হাসান। বিজয়ী দলের সদস্য রাতুল এশরাক শ্রেষ্ঠ কুইজার নির্বাচিত হয়েছেন এবং অলিয়ঁস ফ্রঁসেজে ফরাসী ভাষা শিক্ষার জন্য ফরাসী দূতাবাস থেকে পূর্ণবৃত্তি পেয়েছেন। এই কুইজে ঢাকা মেডিকেল কলেজের আরেকটি দল তৃতীয় হয়েছে। সেই দলের সদস্যরা হলেন ফারাহ মুরশেদ, আবরার নাদিম, বিদিতা মুশফিয়া।
Next Post
ডাঃ নওশাদ আলী স্যারের প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য টেলিছবি "আবর্তময়ী"
Thu Mar 17 , 2016
প্রায় ১০ টি ভিন্ন গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য টেলিছবি “আবর্তময়ী”। প্রযোজনায় ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ ডাঃ নওশাদ আলী স্যার। সেই সাথে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজের ৫১,৫২,৫৩,৫৪,৫৫,৫৬,৫৭তম এমবিবিএস এবং ২৪,২৫,২৬তম বিডিএস ব্যাচের প্রায় ৪৩জন ছাত্রছাত্রীর অংশগ্রহণ। পূর্ণদৈর্ঘ্য টেলিছবি “আবর্তময়ী” ইউটিউবে আপলোড করা হয়েছে। টেলিছবিটির ইউটিউব লিঙ্কটি দেওয়া হলঃ https://www.youtube.com/watch?v=oiXqU7qVXSk চমৎকার এই […]
