১২ এপ্রিল, ২০২০:
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ও প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলামের পক্ষ থেকে জেলাকে অবরুদ্ধ করার ব্যপারে এমন নির্দেশনা আসে। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ পরিস্থিতি বলবৎ থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণে এ যাবৎ গাজীপুরে আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক লকডাউন প্রসঙ্গে আরও বলেন, গাজীপুরের জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ গাজীপুর জেলায় প্রবেশ করতে পারবে না। এ জেলা থেকে কেউ অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। কেউ যদি এ আদেশ অমান্য করে তার ব্যপারে আইনানুগ ব্যবস্থা নিবে প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ