কুমিল্লার তিতাসে সিভিল সার্জন পরিদর্শনে এসেছেন শুনে অপারেশন থিয়েটারে রোগী ফেলে পালিয়ে গেছেন দুই ভুয়া ডাক্তার। মঙ্গলবার বিকেলে উপজেলার আসমানিয়ায় মুক্তি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার সিভিল সার্জন মুজিবুর রহমান হঠাৎ পরিদর্শনে এসেছেন, এ খবর পেয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের রোগী ফেলে জয় ও মঞ্জুরুল ইসলাম নামে দুই ভুয়া ডাক্তার পালিয়ে যান। পরে সিভিল সার্জন ওই রোগীকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
You May Like
-
10 years ago
ড্রিল মেশিন দিয়ে চিকিৎসা!
-
10 years ago
কবিরাজ চালায় প্যারালাইসিস হাসপাতাল!!
-
10 years ago
সকালে যিনি টেকনিশিয়ান বিকেলে তিনিই ডাক্তার!