গতকালের মত আজও অংশগ্রহণ করেছিল সকল বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী আন্দোলনে এবং আগামিকালও এই আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা ।
এছাড়া শিক্ষার্থীরা বলেন, আলোচনার মাধ্যমে যতক্ষণ না ভ্যাট প্রত্যাহারের বিষয়টি সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না আশ্বাস দিলেও আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে তা আদায়ের ঘোষণা দিলেও আন্দোলনরতরা বলছেন,” শিক্ষায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে, কারণ শিক্ষার পণ্যায়ন হয় না”।