প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৫ এপ্রিল, ২০২১
প্রতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারী চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ৫টি আর্মি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ২০২০-২১ সালের প্রথম বর্ষে ভর্তির জন্য সম্মিলিত এ ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয় ২৩ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১২ মার্চ ২০২১ পর্যন্ত। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ার কারণে এবং সরকারি নির্দেশনা মোতাবেক ৫ এপ্রিল হতে ১১ এপ্রিল পর্যন্ত জাতীয়ভাবে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫ টি আর্মি মেডিকেলের ৯ তারিখের অনুষ্ঠিতব্য এ সম্মিলিত ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট afmc.edu.bd -এ প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
নিজস্ব প্রতিবেদক
সাওসান কবির চৌধুরী মাইশা