প্লাটফর্ম নিউজ, ২০ মে, ২০২০, বুধবার
ইদের পরপরই শুরু হচ্ছে বসুন্ধরা কোভিড হাসপাতালের কার্যক্রম।
উদ্বোধন হয়ে গেলেও অস্থায়ী হাসপাতালটির ২ হাজার শয্যায় রোগী ভর্তি হবে ধাপে ধাপে। প্রাধান্য পাবেন মৃদু ও মাঝারি লক্ষণযুক্তরা। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, ২ হাজার শয্যার এ হাসপাতালে শুরুতে ৫-৬শ’ শয্যায় রোগী নেয়া হবে। হাসপাতালটিতে প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হয়েছে ১৯১ জন চিকিৎসক। প্রক্রিয়াধীন আছে ৪০০ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি। স্বাস্থ্যকর্মীদের যোগদান, প্রাথমিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম শেষ করার পরই শুরু হবে রোগী ভর্তি। “৭১টি আইসিইউ এর মধ্যে প্রাথমিক অবস্থায় চালু হবে ১০টি”- জানান বসুন্ধরা কনভেনশন সেন্টারের গ্রিড হাসপাতালের পরিচালক ডা. তানভীর আহম্মেদ।
হাসপাতালটি চালু হলে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই আশা কর্তৃপক্ষের।
নিজস্ব প্রতিবেদক
আনিসুর রহমান রিয়াদ