১ ফেব্রুয়ারি, ২০২০
মেডিকেল কলেজের স্বল্প ও সামান্য অবসরটাকে একটু ফলপ্রসূ কিভাবে করা যায় এই নিয়ে একটা আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ লাইব্রেরীতে সূচনা হয় নতুন দিগন্তের। একদল স্বপ্নবাজ তরুণ খুঁজে পায় তাদের স্বপ্ন পূরণের সারণী। জন্ম হয় “মেডিসিন ক্লাবের”।
গত ৩১ জানুয়ারি, ২০২০ ইং তারিখ মেডিসিন ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে একযোগে পালিত হয়।
কেক কাটা, ফানুস উড়ানো এবং নিজস্ব ক্যাম্পাসে আলপনা তৈরির মধ্য দিয়ে উৎসবমুখর ভাবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিট এই দিবসটি উদযাপন করে।
উল্লেখ্য, মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ (২০১৯-২০২০) উত্তরায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় উপদেষ্টা এবং অন্যান্য ইউনিটের সদস্যসহ দিনটি উদযাপন করেন।
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম