বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
অবশেষে একুশে পদক পেতে যাচ্ছেন জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার ‘অভ্র’-এর জনক ডা. মেহেদী হাসান খান। আজ বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনিত হয়েছেন তিনি।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।
অন্যান্য মনোনিত ব্যক্তিরা হলেন: চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান।
উল্লেখ্য, ২৬ মার্চ ২০০৩ সালে মেহেদী হাসান খান ‘অভ্র’ সফটওয়ার প্রকাশ করেন, যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা লিখার সফটওয়ার। অভ্রর স্লোগান – ‘ভাষা হোক উন্মুক্ত’। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।
প্ল্যাটফর্ম/