২৭ মার্চ, ২০২০
বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস সকল বিষয়ের এফসিপিএস পরীক্ষা পদ্ধতি পরিমার্জনের সিদ্ধান্ত নিয়েছে, জুলাই ২০২০ সেশন থেকে যা কার্যকর হবে।
এফসিপিএস প্রথম পত্রের (পেপার ১,২ ও ৩) পরিবর্তিত ফরম্যাট হলো:
• বহুনির্বাচনি প্রশ্ন (সত্য ও মিথ্যা ধরন অনুযায়ী) : ৫০% (২৫ টি প্রশ্ন)
• সিঙ্গেল বেস্ট আ্যান্সার টাইপ প্রশ্ন (SBAQ) : ৫০% (২৫ টি প্রশ্ন)
এছাড়া এফসিপিএস ২য় পত্র পরীক্ষায় মৌখিক পরীক্ষার বদলে থাকবে ইন্টারেক্টিভ মৌখিক পরীক্ষা। এছাড়া অন্যান্য নিয়ম কানুন পূর্বের মতোই থাকবে।
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি