২৩ মার্চ ২০২০: দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরেও কর্তৃপক্ষ পিপিই দিতে ব্যর্থ হওয়ায় কর্ম বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
উল্লেখ্য বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও করোনার প্রকোপ দেখা দিয়েছে। কোভিড-১৯ মারাত্মক সংক্রামক হওয়ায় পার্সনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ছাড়া যে কোন রোগীর সংস্পর্শে আসা এবং চিকিৎসা দেওয়া অনেক ঝুকিপূর্ণ।
এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের তেমন কোন পিপিই দিতে পারেনি৷ আর তারই প্রেক্ষিতে যথাযথ পিপিই’র দাবিতে ২৩/৩/২০২০ তারিখ থেকে সর্ব প্রকার কর্ম বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় উক্ত মেডিকেলের সকল ইন্টার্ন চিকিৎসক বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/তারেক হাসান