শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চিকিৎসকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।
১ ও ২ ফেব্রুয়ারি তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলবে।
এর আগে বাংলাদেশ আই হসপিটাল ধানমণ্ডি থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে যেসব বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দলে রয়েছেন বলে জানানো হয়, তারা হলেন— প্রফেসর ডা. ডোনাল্ড ট্যান টিয়াং হুই, সিনিয়র পার্টনার আই অ্যান্ড রেটিনা সার্জনস (ই আর এস) সিঙ্গাপুর, ডা. নিকোল তান ওয়ান হুই, সিনিয়র কনসালট্যান্ট ক্যাটারাস্ট এবং রেটিনা বিশেষজ্ঞ, এশিয়া আই সেন্টার, ডা. রোনাল্ড ইয়োহ ল্যাম সুন, রেটিনা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ডিউক এনইউএস গ্রাজুয়েট মেডিকেল স্কুল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার (সিএনইসি), ডা. লিম জিয়াও হং ব্রাঞ্চ, কনসালটেন্ট, অকুলোপ্লাস্টি, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল।
প্ল্যাটফর্ম/