Anti-bacterial’s :
Quinolone Antibacterials এর ক্ষেত্রেঃ
Examples: Ciprofloxacin, Levofloxacin, Moxifloxacin
Interactions:
Food: Ciprofloxacin & Moxifloxacin ঔষধ গুলো খালি কিংবা ভরা পেটে সেবন করা যাবে। তবে শুধুমাত্র Ciprofloxacin দুধ ও দুগ্ধজাত সামগ্রীর সাথে একাকী এই ঔষধ সেবন করা যাবে না। তবে Levofloxacin খাওয়ার একঘণ্টা আগে কিংবা খাওয়ার দুইঘণ্টা পর সেবন করা উচিত।
Caffeine: এই ঔষধ গুলো সেবনের সময় ক্যাফেইন যুক্ত খাবার পরিহার করতে হবে।
Tetracycline Antibacterial এর ক্ষেত্রেঃ
Examples: Doxycycline, Minocycline, Tetracycline
Interactions:
Food: এই ঔষধ গুলো খাওয়ার একঘণ্টা আগে অথবা খাওয়ার দুইঘণ্টা পরে সেবন করা ভালো। তবে খাবারের সাথেও সেবন করতে পারেন। এক্ষেত্রে দুধ এবং দুগ্ধজাত সামগ্রী পরিহার করতে হবে।
Oxazolidinone Antibacterials এর ক্ষেত্রেঃ
Example: Linezolid
Interactions:
Food: এই ঔষধ গুলো সেবনের সময় অল্প পরিমাণে খাদ্যগ্রহণ করা উচিত।এসময় Tryptamine যুক্ত খাবার পরিহার করা উচিত। নয়তো রক্তচাপ হঠাৎ করে বেড়ে গিয়ে রোগীর অবস্থা মারাত্মক হতে পারে।
Tryptamine যুক্ত খাবারের তালিকাঃ
চীজ,দই,মাংস, কলিজা,সস,ফলসমূহ,আচার,শিম,ঈস্ট যুক্ত খাবার, চকোলেট, যেকোন ধরনের পচা ও বাসি খাবার ইত্যাদি।
Caffeine: এই ঔষধ গুলো সেবনের সময় ক্যাফেইন যুক্ত খাবার পরিহার করতে হবে।
Alcohol: এই ঔষধ গুলো সেবনের সময় অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে।
Metronidazole Anti-bacterials এর ক্ষেত্রেঃ
Example: Metronidazole
Interactions :
Alcohol: এই ঔষধ গুলো সেবনের সময় অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে।
Anti-fungals এর ক্ষেত্রেঃ
Examples: Fluconazole, Itraconazole, Posaconazole, Voriconazole, Griseofulvin, Terbinafine
Interactions :
Food: Voriconazole Suspension পানির সাথে মিশিয়ে পান করা যাবে না। Itraconazole এবং Posaconazole খাবারের সাথে সেবন করলে ভালোভাবে কাজ করে। Griseofulvin তৈলাক্ত খাবারের সাথে সেবন করলে ভাল কাজ করে।বাকি ঔষধ গুলো খালি পেটে সেবন করলেও সমস্যা নেই।
Alcohol: Griseofulvin সেবনের সময় অ্যালকোহল পান করা যাবে না।
Antimycobacterials এর ক্ষেত্রেঃ
Examples: Ethambutol, Isoniazid, Rifampin, Rifampin+Isoniazid, Rifampin+Isoniazid+Pyrazinamide
Interactions :
Food: Ethambutol খালি কিংবা ভরা পেটে সেবন করা যাবে। বাকি ঔষধ গুলো খাওয়ার একঘণ্টা আগে কিংবা খাওয়ার দুইঘণ্টা পর সেবন করতে হবে।এই ঔষধ গুলোর সাথে Tryptamine এবং Histamine যুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে।এই ঔষধ গুলোর সাথে Trypyamine যুক্ত খাবার গ্রহণ করলে হঠাৎ রক্তচাপ বেড়ে যেতে পারে। আর Histamine যুক্ত খাবার গ্রহণ করলে headache, sweating, palpitations, flushing & hypotension দেখা দিতে পারে।
Alcohol: এই ঔষধ গুলো সেবনের সময় অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে। Alcohol এবং Isoniazid একত্রে সেবন করলে Isonizid Hepatitis এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
Antiprotozoals এর ক্ষেত্রেঃ
Examples: Metronidazole, Tinidazole
Interactions :
Alcohol: এই ঔষধ গুলোর সাথে অ্যালকোহল পান করা যাবে না। তাছাড়া Tinidazole এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা হিসেবে Tinidazole এর শেষ ডোজটি সেবনের তিনদিনের মধ্যে অ্যালকোহল সেবন করা যাবে না।
লেখকঃ আশরাফুল ইসলাম মারুফ (Community Based Medical College’ Bangladesh)
References:
- Avoid Food – Drug Interactions,1st edition
(A book from the National Consumers league & U.S. Food and Drug Administration) - http://www.fda.gov/usemedicinesafely
- http://www.medlineplus.gov
- http://dailymed.nlm.nih.gov
- http://www.accessdata.fda.gov/scripts/…/drugsatfda/index.cfm
- http://www.fda.gov/drugs/ucm079489.htm