প্ল্যাটফর্ম নিউজ, ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার
দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ২২ অক্টোবর অনুষ্ঠিত হল হেল্থ ক্যাম্প। কক্সবাজারের পিএমখালীর জুমছড়ি ঘাটকুলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷
এতে প্রায় ৩০০ জনের ব্লাড গ্রুপ এবং ২০০ জনের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়, ৯০ জনের রেন্ডম ব্লাড স্যুগার মাপা এবং ৩০০ জনকে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন শিক্ষার্থীরা। এছাড়া ‘ওমেন হাইজিন মেইনটেনেন্স’ শীর্ষক সেমিনার পরিচালিত হয়৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম এবং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি উল্লাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলার আহ্বান জানান চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম৷ স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ শফি উল্লাহ উল্লেখ করেন ‘এরকম আয়োজনে গ্রামের প্রান্তিক মানুষ বিশেষ করে গৃহিনীরা বেশ সুবিধা পাচ্ছে, নানা পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারনে নিজেদের প্রতি খেয়াল রাখতে পারে না, তারা সরাসরি উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান৷