প্ল্যাটফর্ম নিউজ, ০৯ মে ২০২০, শনিবার
সারাবিশ্ব কোভিড-১৯ মহামারী নিয়ে খুব খারাপ সময় পার করছে৷ বাংলাদেশে ছড়িয়ে গেছে এ রোগ। সম্মুখভাবে এ রোগের সাথে মোকাবেলা করতে গিয়ে এতে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে অর্ধহাজারেরও বেশী চিকিৎসক। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন দুইজন।
এরমধ্যেই একটি খুশির সংবাদ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হাসান৷ কোভিড-১৯ এর সাথে সম্মুখযোদ্ধা আট জন শিশুরোগ বিশেষজ্ঞ করোনা থেকে মুক্তির সংবাদ জানিয়েছেন তিনি। ডা. ইসমাইল হাসান বাংলাদেশ পেডিয়াট্রিকস এসোসিয়েশনের গ্রুপে এ বিষয়টি উল্লেখ করে সুস্থ হয়ে উঠা চিকিৎসকদের একটি তালিকা প্রকাশ করেন৷
সুস্থ চিকিৎসকদের মধ্যে রয়েছেন
১ ডা. সাইফুল ইসলাম
২ ডা. হুমায়ুন সিকদার হিমু
৩ ডা. আরিফ রাব্বানী
৪ ডা. নাসিরুজ্জামান
৫ ডা. কামরুন্নাহার সুলতানা দিনা
৬ ডা. মুজিবুল হক
৭ ডা. ওমর খালেদ ফয়সাল এবং
৮ ডা. বিশ্বজিত দেব
নিজস্ব প্রতিবেদক