৫ মে ২০২০, মঙ্গলবার
ডা. সুবহে জামিল সুবাহ
ইন্টার্ন, চট্টগ্রাম মা-ও-শিশু জেনারেল হাসপাতাল
কাজটা সোজা না।
অন্তত মানসিক চাপটুকু নেওয়াটা।
যখন আপনার জন্য চিন্তায় মানুষটাকে দিন দিন অসুস্থ হয়ে যেতে দেখবেন,
সহজ না পরদিন মেডিকেলটায় পা রাখা।
যখন বারবার আশ্বস্ত করার চেষ্টা করে ব্যর্থ হবেন,
ভাল লাগবে না।
বাবারা এমনই হয়তো!
একটা কিন্তু মাথায় থাকে সব সময়। আম্মুর সাহস দেওয়ার পরও প্রশ্ন থাকে। যদি নিজের অজান্তে বাসার কারো ক্ষতি করে ফেলি, নিজেকে মাফ করা যাবে নাকী এ চিন্তাটা মাথায় নিয়ে ঘুমাতে মনে হয় না কারো ভালো লাগবে।
সাসপেক্টেড কেইস হ্যান্ডেলিং এর প্রেশার, দীর্ঘদিন রিপোর্টের অপেক্ষা, গোপন কোন খবরের মত আক্রান্তের খবর, সাসপেক্টেডের খবর শোনাটা, নিজে আসলে কতটা সুস্থ আছি প্রতিদিন চিন্তা করাটা, বিশ্বাস করেন সহজ না।
কথাগুলা বলা হয় না কাউকে, বলিও না সহজে। তাই যারা খুব ভাল আছি, খুশিতে আছি ভেবে কথা শোনান, একটু ভেবে বলিয়েন পরেরবার। এসময় কারো কাজই সহজ হচ্ছে বলে অন্তত আমার মনে হচ্ছে না।