প্ল্যাটফর্ম নিউজ, ৯ আগস্ট, ২০২০, রবিবার
প্রাণঘাতী এই করোনা ভাইরাসে এবার শহীদ হয়ে চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন শ্রদ্ধেয় ডা. গোলাম মোস্তফা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।
করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা অবস্থায় গত ৮ই আগস্ট শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গিয়েছেন।
প্রবীণ ও জনপ্রিয় এই চিকিৎসক বিএমএ রাজবাড়ী জেলার সম্মানিত সভাপতি এবং স্বাচিপ ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন এবং অনেক দিন দেশের বাহিরে সুনামের সহিত চিকিৎসক হিসেবে কাজ করেন। এর পর দীর্ঘকাল ধরে তিনি রাজবাড়ীতে চিকিৎসক হিসেবে মানুষকে সেবা দিয়ে গেছেন।
ব্যক্তিজীবনে তিনি একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি গরিব-অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দিয়ে গেছেন।
তাঁর ছোটোভাই জানান, রোববার সকাল ১০ টায় রাজবাড়ীর ১নং বেড়া ডাঙ্গা জামে মসজিদে জানাজা শেষে তাকে শহরের ভবানীপুর কবরস্থানে দাফন করার হয়েছে।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।