প্ল্যাটফর্ম নিউজ, ৮ মে, ২০২১, শনিবার
প্রাণঘাতী এই করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মাহমুদুর রহমান নিলু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ৭ মে, ২০২১ শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে গতকাল শুক্রবার রাত ১১.৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. মোঃ মাহমুদুর রহমান নিলু ছিলেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর সময় মরহুমের বয়স ছিলো প্রায় ৫৮ বছর।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।