প্ল্যাটফর্ম নিউজ, সোমবার , ৯ নভেম্বর, ২০২০
কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পরেও যাদের শ্বাসকষ্ট, কাশি কমছে না বা HRCT Chest এ (বুকের সিটি স্ক্যানে) অস্বাভাবিকতা থেকে যাচ্ছে তাদের জন্য ঢাকা মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে অনলাইনে চলছে Post COVID Fibrosis Clinic এর কার্যক্রম।
কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার পরে কোন কোন ক্ষেত্রে দেখা যায় রোগী অল্পতেই হাঁপিয়ে উঠছেন অথবা শ্বাসকষ্ট আগের চেয়ে কম হলেও রয়ে গিয়েছে। রোগী যদি এক-দেড়-দুই মাস পর পুনরায় বুকের সিটিস্ক্যান করিয়ে থাকেন দেখা যায় ফুসফুসে কিছু ক্ষত রয়ে গিয়েছে। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতার লক্ষণ ও সিটি স্ক্যানে ফুসফুসে ক্ষতের চিহ্ন ILD নামের ফুসফুসের এক ক্ষত রোগের সাথে মিলে যায় বলে এই নতুন ধরণের রোগটিকে বলা হয় Post COVID-ILD বা scarring। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। কারো কারো ক্ষেত্রে ফুসফুসে ক্ষত থেকে যায় মাসের পর মাস, অথবা বছরের পর বছর। যারা কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুগছেন তাঁদের জন্য অনলাইনে এবং সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশনের সুযোগ করে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের রেস্পিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতার চিকিৎসা পেতে নিচের নাম্বারে message বা whatsapp এর মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
যোগাযোগঃ
===
SMS/WhatsApp message: 01737287308
==
Email: [email protected]
সৌজন্যেঃ
ডা. আমিনুল ইসলাম
সহযোগী অধ্যাপক
মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল