গত ২৮ সেপ্টেম্বর ২০১৯, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিগঞ্জ, লালমনিরহাট এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা.মোঃ আবদুল কাদির গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় “জলাতঙ্ক নির্মূলে টিকাদান ই মূখ্য”।
উক্ত সভায় উপস্থিত সকল অংশগ্রহণকারীদের জলাতঙ্ক ও এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয় এবং সেই সাথে রোগটির প্রতিরোধ ও প্রতিকারের উপায়সমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
আলোচনা সভার পাশাপাশি জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে একটি বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়, যাতে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাত্রা করে নিকটবর্তী এলাকায় পরিভ্রমণ করে জনগনকে জলাতঙ্ক ও এর প্রতিকার সম্পর্কে অবহিত করা যায়।
তথ্য সুত্রঃ
ডা.আব্দুল কাদির গনি
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
স্টাফ রিপোর্টার/সায়েদা নাফিসা ইসলাম