ঢাকার অভিজাত এলাকায় হোটেল রেডিসন এর ঠিক উল্টো দিকে অার্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে গড়ে উঠেছে চকচকে এক বিশাল ভবন।
এখানে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কিন্তু এ হাসপাতালটিতে রোগী আসেনা তেমন কারন এর যথাযথ প্রচারের অভাব । এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশন এর সুবিধা।
আমাদের চারপাশে অনেক খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে, চিকিৎসার অভাবে অসহায় গরীব মানুষ গুলো হয়ত আলোর মুখ দেখবে।
Next Post
এবার আঘাত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
Sun May 18 , 2014
রোগীর টিবিয়া ফ্র্যাকচার ছিল। এই ফ্র্যাকচার থেকে পালমোনারী এম্বোলিজম হওয়া বিরল হলেও অস্বাভাবিক কিছু না। অর্থোপেডিক্সের রোগী হলেও এই কেস নিয়ে মেডিসিন এবং রেসপিরেটরি মেডিসিনের প্রফেসররা মেডিকেল বোর্ড করেছেন। রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বাঁচার সম্ভাবনা অনেক কম ছিল।রোগীর এটেন্ডেন্সদের সেভাবে কাউন্সেলিংও করা হয়েছিল। তারপর রোগীটা সকালে মারা গেলে […]
You May Like
-
11 years ago
আজকে প্ল্যাটফর্মের জন্মদিন!
-
10 years ago
IEDCR এর ক্লিনিক্যাল এপিডেমিওলজির কোর্স