প্ল্যাটফর্ম নিউজ, ২ জুন ২০২০, মঙ্গলবার
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সিএমএইচে ভর্তি আছেন।
ন্যাজাল ক্যানুলার মাধ্যমে মিনিটে ৪৫ লিটার অক্সিজেনের মাধ্যমে রক্তে অক্সিজেনের আংশিক চাপ ৮৯ শতাংশ করা সম্ভব হয়েছে এবং সিটি স্ক্যান করে দেখা গেছে উভয় ফুসফুসের ৮৩ শতাংশই ইনফিল্ট্রেট দিয়ে দখল হয়ে আছে। ইতিমধ্যেই তাকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের সহায়তায় এক ইউনিট এবি(+) প্লাজমা দেয়া হয়েছে কিন্তু অবস্থা অপরিবর্তিত থাকায় আরও এক ইউনিট প্লাজমা দেয়ার পরেও অবস্থার উন্নতি হয়নি।
তিনি বর্তমানে ঢাকার কেয়ার মেডিকেল কলেজে মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন সাভার এনাম মেডিকেল কলেজ এবং ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান (মেডিসিন) নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।