প্ল্যাটফর্ম নিউজ, ২৬ অক্টোবর ২০২০, সোমবার
ডা. জাহিদুর রশিদ সুমন গতকাল ২৫ অক্টোবর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি ‘Expanded Dengue Shock Syndrome’ এর কারনে মারা যান। উনার পর পর দু’টি কোভিড-১৯ টেষ্টের রেজাল্ট নেগেটিভ ছিল। তবে একাত্তর টিভি, বাংলাট্রিবিউন সহ আরও কিছু সংবাদমাধ্যম ‘তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন’ মর্মে নিউজ প্রকাশ করে। এর কারণবশত ডা. সুমনের পরিবারকে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। খুব স্বভাবতই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
তাঁর পরিবার মিডিয়ার কাছে অনুরোধ করেন, কেউ যেন ভুল তথ্য প্রচার না করেন। যারা ভুল তথ্য প্রচার করেছেন, সঠিক তথ্য প্রচার করতে তাদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মিডিয়াকে তাদের সংশোধিত বক্তব্য প্রদান করতে বিশেষভাবে বলা হয়েছে।