প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৫০ জন এবং আরোগ্য লাভ করেছেন ২,০০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২,১৬,১১০ জন, মোট মৃতের সংখ্যা ২,৮০১ জন এবং সুস্থ হয়েছেন মোট ১,১৯,২০৮ জন।
দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন মৃত্যুবরণ করা ৫০ জন রোগীর মধ্যে ৪১ জন পুরুষ এবং ০৯ জন নারী। তাঁদের মধ্যে ২০ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১ জন সিলেট বিভাগের, ৭ জন রংপুর বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের এবং অপর ৬ জন রাজশাহী বিভাগের বাসিন্দা। তাঁদের মধ্যে ৮১-৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন এবং ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে আছেন অপর ৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর পরিমাণ আগের দিনের তুলনায় প্রায় ২.৮৯% বেশি।