প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আরো ২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন৷ এই নিয়ে কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস দ্বারা রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হলেন মোট ১৮ জন ও মৃত্যবরণ করেন ১জন৷ তবে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে করোনা লক্ষণ উপসর্গ আছে এরকম ২১৮ জন থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৪৬ জনের রিপোর্ট পাওয়া যায়, যার থেকে ২ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে৷ নতুন শনাক্ত হওয়া দুইজনের একজন বরুড়া উপজেলার এবং অন্যজন তিতাস উপজেলার বাসিন্দা। কুমিল্লা জেলায় বর্তমানে ১০১৭ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন। সর্বমোট ৪৩৩৯ জন কোয়ারান্টাইনের মধ্যে ৩৩২৩ জনকে কোয়ারান্টাইন শেষে ইতিমধ্যে রিলিজ করা হয়েছে৷ এই পর্যন্ত কুমিল্লা জেলায় যে ১৮ জন করোনা রোগে আক্রান্ত হলেন তাদের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছেঃ তিতাস ৭জন, দাউদকান্দি ২জন, দেবিদ্বার ২জন, বুড়িচং ৩জন, বরুড়া ১জন, চান্দিনা ১জন, ব্রাহ্মনপাড়া ১জন এবং সদর দক্ষিন ১জন৷
তথ্যসূত্রঃ সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা
প্ল্যাটফর্ম প্রতিবেদক/ মো. শাখাওয়াত হোসেন