২০ মার্চ ২০২০: বিশ্বের ১৮০ টি দেশে ছড়িয়ে পড়া মহামারি সংক্রামক রোগ কোভিড ১৯ এ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০,০৪৭ জন; যার মধ্যে শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ৩৪০৫ জন যা চীনের চেয়েও বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে সর্বমোট মৃতের সংখ্যা ৩২৪৮ জন।
প্রথম কোভিড ১৯ সনাক্ত হওয়ার পর হতে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রাতের সংখ্যা ২,৪৫,৮৪৯ জন। যার মধ্যে চীনে সর্বোচ্চ ৮০,৯৬১ জন ও ইটালিতে ৪১,০৩৫ জন।
এখন পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়ে ফিরেছেন ৮৮,৪৪১ জন যার মধ্যে চীনে সর্বোচ্চ ৭১,১৫০ জন ও ইরানে ৫,৯৭৯ জন।
এছাড়াও এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থ রয়েছেন ৭,৩৭৮ জন যার মধ্যে সর্বোচ্চ ২,৪৯৮ জন ইতালিতে এবং ২,১৩৬ জন চীনে।
গত ১৯ শে ফেব্রুয়ারী ২০২০ হতে ১৯ মার্চ ২০২০ পর্যন্ত এক মাসে সারা বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ১,৬৯,২৩২ জন। এবং নতুন মৃতের সংখ্যা ৭,৯০৬ জন।
আমাদের পার্শবর্তী দেশ ভারতে সর্বোমোট আক্রান্ত ১৯৭ জন এবং মৃত ৪ জন। নতুন করে সংক্রমন ঠেকাতে আগামী রবিবার সারা দেশে জনতা কারফিউ জারি করেছে ভারত সরকার।
বাংলাদেশে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্ত সংখ্যা ১৮, মৃতের সংখ্যা ১। সুস্হ হয়ে ফিরেছেন ৩ জন।
নিজস্ব প্রতিবেদক/মোঃ নাফিউল ইসলাম টিপু