রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। এসময় সার্বিক ব্যবস্থাপনা ও সেবার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) মহাপরিচালক বহির্বিভাগ, আন্তঃবিভাগ, রেডিয়েশন রুম, প্যালিয়েটিভ কেয়ার বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।
স্বাস্থ্য ডিজি বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের কাছ থেকে তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন। এসময় হাসপাতালের সেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় হাসপাতালের রেডিওথেরাপির জন্য ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রগুলো অচল থাকার কারণে সাময়িকভাবে চিকিৎসার ব্যাঘাত হওয়ার ব্যাপারে মহাপরিচালককে জানানো হয়।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, পরিচালক (এমআইএস) ডা. শাহ আলী আকবর আশরাফী, ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিক্যাল অনকোলজিসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বর্তমানে ক্যানসার ইনস্টিটিউটের সকল রেডিওথেরাপি মেশিন বিকল – প্ল্যাটফর্মে এ বিষয়ে গতকাল বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্ল্যাটফর্ম/