প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুন, ২০২১, সোমবার
৬ ও ৭ জুন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ইথিক্স ইন ক্লিনিক্যাল প্র্যাকটিসের উপর কর্মশালা। ডিপার্টমেন্ট অফ ট্রেইনিং মনিটরিং এন্ড ইভালিউশন এর উদ্দ্যোগে ইন্টার্ন ডাক্তারদের নিয়ে দুইদিন ব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সেশন দুটি পরিচালনা করেছেন প্রফেসর আমির হোসেন এবং অধ্যক্ষ সি আই এম সি।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ইন্টার্ন ডাক্তারদের একাডেমিক দক্ষতার পাশাপাশি মেডিকোলিগ্যাল বিষয়ে জ্ঞান দান এবং তা বাস্তব জীবনে প্রয়োগের জন্য উদ্ধুদ্ধ করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান।
এছাড়াও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইতোপূর্বে ইন্টার্নদের গ্রুপ ডিসকাশন, বেসিক সার্জিক্যাল স্কিল সহ নানা ধরনের কার্যক্রম আয়োজন করে আসছে।