প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার
চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন চমেক গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আকতার। গতকাল ২০ জানুয়ারি ২০২১, বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ শাখা হতে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে একই কলেজের ফার্মাকোলজি বিভাগে বদলি করা হয়। অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ২০১০ সালের ফেব্রুয়ারি হতে দীর্ঘ ৯ বছর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চাকুরির মেয়াদ অনুযায়ী এক বছর পর তাঁর অবসরে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের এক বছর আগে বদলির আদেশ আসায় বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন চমেকের সাধারণ শিক্ষার্থীরা (তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৬ নভেম্বর ২০১৯)। তাদের সাথে এ প্রতিবাদ কর্মসূচিতে আরো অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ।
পরবর্তীতে তাঁর স্থলে ২০১৯ সালের ১১ই নভেম্বর বিশিষ্ট শিশু চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ শামীম হাসান অধ্যক্ষ পদে দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে অত্র মেডিকেলের শিশু বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব লাভ করেন। তবে তাঁর চাকুরির মেয়াদ ২০২১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের সাড়ে ১০ মাস আগেই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর অধ্যক্ষের পদ হতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। এর পর, ২০২০ সালের ১৬ই নভেম্বর ডা. মোহাম্মদ শামীম হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে পদ শূন্য হওয়ায় তাঁর স্থানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদকে। ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদকে যোগদানের তারিখ হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন হিসেবে নিয়োগ করা হলো।
তবে স্থায়ী অধ্যক্ষ না থাকায় উক্ত মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ৩২৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা না পাওয়াকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি, ২০২১ দৈনিক সমকাল পত্রিকার “অধ্যক্ষ নেই তাই বেতনও নেই ” শীর্ষক এক প্রতিবেদনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, “স্থায়ী অধ্যক্ষ না থাকায় অর্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে গত মাসে কলেজের চিকিৎসকসহ বিভিন্ন বিভাগে নিয়োজিত ৩২৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিগগির সমস্যার সমাধান হবে।”
অতঃপর গতকাল ২০ জানুয়ারী, ২০২১ চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন চমেক গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আকতার। “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. সাহেনা আকতারকে অভিনন্দন ও শুভকামনা।