বিশ্বের সবচেয়ে প্রবীণ সার্জন হিসেবে পরিচিত রাশিয়ার Alla Illyinichna Levushkina , ৯৩ বছর বয়সে গত ২৩ শে জানুয়ারি, ২০২০ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ৯৩ বছরের জীবদ্দশায় এবং ৬৭ বছরের মেডিকেল জীবনে দশ হাজারেরও বেশি সংখ্যক সার্জারি করার অভিজ্ঞতা রয়েছে রাশিয়ার মস্কোতে অবস্থিত Ryazan City Hospital এর এই সার্জনের।
প্রায় ৯০ বছর বয়সেও দিনে চারটি করে অপারেশন করতেন তিনি। একটি সাক্ষাৎকারে Alla বলেন , চিকিৎসক হওয়া শুধু মাত্র একটি পেশাই নয় , বরং একটি জীবনধারাও বটে। ” সেই সাথে তাঁর এই সুদীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে তাঁর সরল উত্তর , “আমি এই সুদীর্ঘ জীবনের তেমন কোনো রহস্য খুঁজে পাই নি। খাদ্যাভ্যাসের কথা বললে আমি প্রায় সবকিছুই খাই , সেই সাথে অনেক বেশি হাসি এবং অনেক বেশি কাঁদি।”
উল্লেখ্য,অসুস্থতা ও বার্ধক্যের কারণে ২০১৮ সালে কর্মজীবন থেকে অব্যাহতি নেন Alla ।
তথ্য সূত্র : https://www.boredpanda.com/89-year-old-surgeon-alla-ilyinichna-levushkina/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic
নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী