প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই ২০২০, শুক্রবার
করোনা যুদ্ধের একটা বাস্তব চিত্র হল দরজার ওপারে আটকে থাকা হাজারো কান্না, রুদ্ধশ্বাস। ফ্রন্টলাইনাররা আজ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। নিজ সন্তানকে মা অথবা বাবার ভালবাসার অভাবে রেখে, জীবন বাজি রেখে লড়ছেন যাতে অপর এক সন্তানকে মা অথবা বাবা হারাতে না হয়।
করোনায় আক্রান্ত সম্মানিত চিকিৎসক যারা হোম আইসোলেশনে আছেন কিংবা হাসপাতাল বেডে একাকিত্বে দিন কাটাচ্ছেন তাঁদের জন্য Fundamental Rights for Better Life (FRBL) এর উদ্যোগে এবং প্ল্যাটফর্ম এর সহযোগিতায় আয়োজিত হয় প্রজেক্ট “চিকিৎসকদের পাশে আমরা, পর্ব-২ঃ THANKS TO DOCTORS “
FRBL এর পক্ষ হতে সম্মানিত ডাক্তার সেচ্ছাসেবকগণ নিজ উদ্যোগে হোম আইসোলেশনে থাকা চিকিৎসকদের বাসায় পৌঁছে দেন উপহার এবং কুশল বিনিময় করেন।
চিকিৎসকদের জন্য এই উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণা মূলক।