মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনে নামমাত্র ভাতা বৃদ্ধির (পাঁচহাজার টাকা) স্মারক জারি করেন অর্থ মন্ত্রণালয়। গতকাল (২৩ ডিসেম্বর, সোমবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ অধিশাখার উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক স্মারকে এ বিষয় জানান হয়।
এ প্রহসনকে ট্রেইনি চিকিৎসকদের পাশাপাশি প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লিখেছেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় Post graduate Trainee ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না।
এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত। কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না।
এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।”
স্মারকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিকিৎসক সমাজে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। বাংলাদেশ এবং বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত অনেক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্মারকের উপর “REJECTED” মোহর সম্বলিত ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেয়ার করতে দেখা যায়।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মো: রাহাত হাছান