প্ল্যাটফর্ম নিউজ, ৩ এপ্রিল, ২০২১, শনিবার
গতকাল পেডিয়াট্রিক্স বিভাগের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. রহমত ইমনের উপর হামলা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার, ৩ এপ্রিল সকাল ১১.০০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের নিকট ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২০-২০২১) থেকে নিন্মলিখিত দাবি সমূহ উত্থাপন করা হয়ঃ
১) হামলাকারীর বিরুদ্ধে রমেকহা প্রশাসন থেকে মামলা করতে হবে।
২) ওয়ার্ডগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ২৪ ঘন্টা আনসার রাখার দাবি।
৩) ভবিষ্যতে হাসপাতালে এরকম পরিস্থিতির উদ্ভব যেন না ঘটে তার প্রতিশ্রুতি দেয়া।
৪) রোগীর এটেন্ডেন্সের জন্য নির্দিষ্ট ভিজিটিং টাইম এবং ভিজিটিং কার্ডের ব্যবস্থা করা।
উল্লেখিত দাবিসমূহ উত্থাপনকালে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক এবং পেডিয়াট্রিক্স ওয়ার্ডের সকল সম্মানীত শিক্ষকমন্ডলী।
সেই সাথে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আজ সকাল ১১.০০ টা থেকে সকল ইন্টার্ন ডাক্তার কর্মবিরতি দিয়েছেন এবং উল্লেখিত দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২০-২০২১)।