প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার;
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযুদ্ধের সৈনিক চিকিৎসকেরা যখন যথাযথ পিপিই এর অভাবে একের পর এক কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন, ঠিক তখনই মুদ্রার উল্টো পিঠে এক চমৎকার মানসিকতার উদাহরণ দেখা গেল। চিকিৎসকের প্রতি সম্মান থেকে চিকিৎসকের বাড়ির দরজার সামনে রোগীর অভিভাবকেরা ভালবাসার স্মারক হিসেবে রেখে গেলেন প্রটেক্টিভ মাস্ক৷ সাথে ছোট নোট, “নিরাপদ থাকুন।” রোগীর কাছ থেকে এমন উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আজমেরি ঝিলনী।
করোনা ভাইরাসের আতঙ্কে যখন চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীর সেবা করে যাচ্ছেন, তখন রোগীদের দেয়া এই ছোট ছোট ভালবাসার বহিঃপ্রকাশগুলোই চিকিৎসকদের অনুপ্রেরণা যোগায়, হতাশা কাটিয়ে উঠে যুদ্ধে জয় করার সাহস এনে দেয়।
নিজস্ব প্রতিবেদক / তাহিয়া তাসনিম