মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা। সেই সাথে অব্যাহত থাকবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি।
মঙ্গলবার ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডাঃ জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুরুন নবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রিটের শুনানি আজ শেষ হলো, রায় ঘোষণার তারিখ দেওয়া হয়েছে ১২ই মার্চ ২০২৫। আমরা আমাদের ৫ দফা দাবির মধ্যে ১ টি দাবির দিকে কিছুটা অগ্রসর হতে পেরেছি। তবে যাত্রা এখানেই থেমে থাকবেনা। বাকি দফাগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগামীকাল দাবি আদায়ে বসবো।
আগামী ৪৮ ঘন্টা সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ইন্টার্নদের কর্মবিরতি চলমান থাকবে।
আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে সমাধান বা কার্যকরী পদক্ষেপ না দেখলে ৪৮ ঘন্টা পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্ল্যাটফর্ম/এমইউএএস