সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে ২০২৪ সালে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর এ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তাঁরা। বাংলাদেশ সময় সোমবার (০৭ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ‘দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস’।
নোবেল পুরস্কারের ওয়েবসাইট ‘nobelprize.org’ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য ভিক্টর এ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুনকে যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এই গবেষণা কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কীভাবে করে, তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
পুরস্কার হিসেবে ১ কোটি ১০ লাখ ক্রোনা (১২ কোটি ৭৪ লাখ টাকা) পাবেন ভিক্টর এ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন। পুরস্কারের অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এই দুই বিজ্ঞানী।
ভিক্টর এ্যাম্ব্রোস যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট। তিনি ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম গ্রহণ করেন। ১৯৭৯ সালে এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
গ্যারি রুভকুন ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একইসাথে হার্ভার্ড মেডিকেল স্কুল, বোস্টনের জেনেটিক্সের অধ্যাপক ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মলিকুলার বায়োলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
গত বছর (২০২৩) চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েজমান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন বিষয়ক গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তাঁরা।
উল্লেখ্য যে, ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সেময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রদান করা হয়।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী