০২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বুকের পাঁজরের হাড় না কেটেই এক রোগীর হৃদপিণ্ডের বাইপাস সার্জারি সফলভাবে করা হয়।
মৌলভীবাজারের বাসিন্দা মোঃ মতিন (৪০) হৃদপিণ্ডের ২টা ব্লক নিয়ে গত ২৫ আগস্ট ২০১৯ জাতীয় হৃদরোগ হাসপাতালে সার্জারী ইউনিট-০৯ এ ভর্তি হন। পরবর্তীতে ০২ সেপ্টেম্বর ২০১৯ MICS-MIDCAB (Minimally Invasive Direct Coronary Artery Bypass Surgery) অপারেশন করে ০২ টি গ্রাফ্ট দেয়া হয়। গ্রাফটগুলো হলো LIMA-LAD এবং
RSVG-OM1। অপারেশনের পর তৃতীয় দিনের মধ্যেই রোগী বাড়ী যাওয়ার জন্য প্রস্তুত।
এই বিশেষ অপারেশনের টিমে ছিলেন ডাঃ তৌহিদুল ইসলাম তানভীর, ডাঃ আসিফ, ডাঃ রুমু, ডাঃ শাহরিয়ার, ডাঃ ইসরাত, ডাঃ ওয়াহিদা, ডাঃ মনজুর ও ডাঃ আহসানারা। পারফিউশনিস্ট ছিলেন ডাঃ রুবাইয়াত। এবং এনেস্থেটিস্ট ছিলেন ডাঃ আজাদ ও ডাঃ রাজু।
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর