প্ল্যাটফর্ম নিউজ, ১৫ ডিসেম্বর,২০২০, মঙ্গলবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত ১৪ ডিসেম্বর, ২০২০ তারিখে এক বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির আদেশ দেওয়া হয়। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০০ – ৬৭,০১০ টাকায় জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে ।
উল্লেখ্য যে, চিকিৎসকদের ৯২ জন কে এনেস্থেশিওলজি, ৭২ জন কে অর্থোপেডিক সার্জারি, ২৬ জন কে অফথালমোলজি, ১০ জন কে ওরাল এন্ড মাক্সিলোফেসিয়াল সার্জারি, ৯ জন কে ডেন্টিস্ট্রি, ৫ জন করে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও নেফ্রোলজি, ৪ জন কে পেডিয়াট্রিক সার্জারি, ৩ জন কে প্লাস্টিক সার্জারি, ২ জন করে অর্থোডন্টিক্স, প্রস্হোডন্টিক্স ও মাইক্রোবায়োলজি, ১ জন করে কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারি, কমিউনিটি অফথালমোলজি, গ্যাস্টরোএন্টারোলজি, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন, রেডিওথেরাপি ও সাইকিয়াট্রি বিষয়ে মোট ২৪৩ জনকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।