শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
কোভিড-১৯ পরিস্থিতিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি চাহিদায় সুপারশপ গুলোতে দেখা যায় লম্বা লাইন। তবে এমন সংকটময় পরিস্থিতিতে কোভিড-১৯ যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাদের যেন এই লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য অগ্রাধিকার দিচ্ছে “স্বপ্ন” সুপারশপ। স্বাস্থ্যসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত যে কোনো ব্যক্তি তাদের আইডি কার্ড প্রদর্শন করলেই “স্বপ্ন” এর সুপারশপগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। এ ধরনের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ ১০ই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চিকিৎসক তাঁর নিজ ওয়ালে স্ট্যাটাস দেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ঐ চিকিৎসক লিখেন-
” সকাল সকাল স্বপ্ন সুপারশপে নিরাপদ দূরত্বে লাইনে দাঁড়ালাম। একটু পর একজন সিকিউরিটি গার্ড এসে লাইনে দাঁড়ানো সবার উদ্দেশ্যে বলছে , কেউ কি ডক্টর আছেন এখানে ? মনে আশঙ্কা হল একবার কি পরিচয় দিব ! কয়েকবার ডাকার পর হাত তুললাম, আমি ডক্টর । কোনো প্রবলেম? বলল – না স্যার। ডক্টর, নার্স, হেল্থ ওয়ার্কারদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। তারপর আমার আইডি কার্ড চেক করে সাথে করে নিয়ে গেল। বহু বছর পর এই অনাকাঙ্ক্ষিত সম্মান পেয়ে খুব ভালো লাগল। ”
ছবি সংযুক্তি
উল্লেখ্য, সংকটময় পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মীদের প্রতি এমন সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করছেন অনেকেই।
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী