প্ল্যাটফর্ম প্রতিবেদন,
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
সারাবিশ্ব যখন মহামারী কোভিড-১৯ এ ত্রতব্যস্থ, সেই সময়ে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। রমজান মাসে ডায়াবেটিস রোগীর দৈনিক ব্যবস্থাপনা খুবই জরুরী। সাথে এবার যুক্ত হয়েছে কোভিড- ১৯। রমজান মাস ও কোভিড-১৯ এর এই সময়ে ডায়াবেটিস রোগীরা কি করবেন, সেই বিষয়ে স্বনামধন্য চিকিৎসকদের বিভিন্ন পরামর্শমূলক লেখাকে একত্রিত করা হয়েছে এই প্রতিবেদনে।
কোভিড- ১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে যারা ডাক্তারের কাছে যেতে পারছেন না তাদের জন্যে টেলিমেডিসিন সেবা দেয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনার সমস্যা ব্যাপারে অভিজ্ঞ ডাক্তারের সাথে ফোনে আগে আলাপ করে নিন।
১) ডায়াবেটিস ও হরমোনজনিত রোগীদের বিনামূল্যে টেলিফোনে চিকিৎসা সেবা দিবে বিইএস
ডায়াবেটিস ও হরমোনজনিত রোগীদের বিনামূল্যে টেলিফোনে চিকিৎসা সেবা দিবে বিইএস
২) কোভিড-১৯ প্রতিরোধঃ ডায়াবেটিস রোগীর করণীয়
লেখক : ডা. মোঃ সাইফুদ্দিন
৩) রোজায় ডায়াবেটিক রোগীর করণীয়
লেখক: ডাঃ মারুফ রায়হান খান, এনাম মেডিকেল কলেজ
৪) রোজায় ইনসুলিন এবং এন্টি ডায়াবেটিক ড্রাগসের ব্যবহার
লেখক: ডা. মোহিব নীরব
৫) মাহে রমজানে রোজাদার ডায়াবেটিস রোগীর প্রয়োজনীয় তথ্য
লেখক: ডা. এস. এম. রাশেদুল হাসান ( রাশেদ), শ্রীনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স,মুন্সীগঞ্জ।
৬) রোজায় ডায়াবেটিক রোগীর খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
লেখকঃ ডা. কাউসার উদ্দীন, ময়মনসিংহ মেডিকেল কলেজ
প্ল্যাটফর্ম প্রতিবেদক/ জামিল সিদ্দিকী, গৌরী চন্দ