প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার
আগামী ৩ জুলাই ২০২০, শুক্রবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ২য় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোভিড-১৯ এবং হৃদরোগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকরা আগামীকাল কথা বলবেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টদের এই সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা।
এতে মডারেটর হিসেবে থাকছেন যথারীতি, ডা. তাসবিরুল ইসলাম, এমডি, এমআরসিপি (ইউ কে), এফআরসিপি, এফসিসিপি, ক্লিনিকাল এসোসিয়েট প্রফেসর- ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, মেডিকেল ডিরেক্টর- ডিভিশন অব পালমোনারি এ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আরনেট হসপিটাল, ইন্ডিয়ানা, ইউএসএ।
যেসব প্যানেলিস্ট আলোচনা করবেন, তাঁরা হলেন-
১) প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), ক্লিনিকাল এ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, প্রফেসর এ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটাল;
২) প্রফেসর ডা. চৌধুরী এইচ. আহসান, এমআরসিপি, এমডি, পিএইচডি, ক্লিনিকাল প্রফেসর অব মেডিসিন, ডিরেক্টর- কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রাম, ডিরেক্টর- কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন ল্যাবরেটরিজ, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাস;
৩) প্রফেসর ডা. নাসের খান, এমডি, এফএসিসি, এফএসসিএআই, এফআরসিপি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, দি আইওয়া ক্লিনিক, এডযান্ক্ট প্রফেসর, ইউনিভার্সিটি অব আইওয়া, মেডিকেল
ডিরেক্টর- স্ট্রাকচারাল হার্ট প্রোগ্রাম, আইওয়া মেথোডিস্ট মেডিকেল সেন্টার;
৪) প্রফেসর ডা. এস. এম. মুস্তাফা জামান, এমবিবিএস, ডিটিসিডি, এমডি (কার্ডিওলজি), ফেলো-ইন্টার্ভেনশনাল কার্ডিওলজি (ইন্ডিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ),
প্রফেসর, ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি, বিএসএমএমইউ।
৫) ডা. দিপল কে. অধিকারী, এমবিবিএস, এমডি, অ্যাসোসিয়েট প্রফেসর- কার্ডিওলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)।
ওয়েবিনারটি ৩ জুলাই (শুক্রবার) রাত ১০ টায় সরাসরি সম্প্রচারিত হবে প্ল্যাটফর্ম পেজ, অফিসিয়াল গ্রুপ ও প্ল্যাটফর্মের অন্যন্য গ্রুপে। অনুসন্ধানী চিকিৎসক এবং মেডিক্যাল স্টুডেন্টদের অনুরোধ জানানো যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।
নিজস্ব প্রতিবেদক /সায়েদা নাফিসা ইসলাম