গতকাল ১২ জুলাই বিকেলে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় বিআরটিসি বাসের চাপায় নিহত ডা. প্রকাশ হত্যার প্রতিবাদে আগামীকাল তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করা হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক খুনী ড্রাইভারকে গ্রেফতার করতে হবে।
ঘাতক ড্রাইভার এর সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে জোরালো আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।
এবং সকল মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ডাক্তার,ছাত্র – ছাত্রী ভাই বোন সকল ভাই বোনদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এ আন্দোলনে সাথে থাকার জন্য।
সেই সাথে ডা. প্রকাশ, রাফা ও কুমিল্লা মেডিকেল কলেজের ডা. খালিদ ভাইয়ের মৃত্যুেতে ভাইয়ের মৃত্যু তে শোক হিসেবে কালো ব্যাজ ধারনের জন্য প্রস্তাব করছি।
প্রতিবাদের ভাষাটা শক্তভাবে ছড়িয়ে দেয়ার জন্য এই গ্রুপের সকলের আন্তরিক সহযোগিতা আশা করছি।
এবং বিশেষত গাজীপুরে অবস্থিত মেডিকেল কলেজগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। সম্ভব হলে আপনার সকলের
এবং অন্যান্য মেডিকেল এর আমার যারা ভাই-ব্রাদার-বোন-বান্ধবী সবার কাছে অনুরোধ করতেছি দয়া করে ডা. প্রকাশ হত্যার বিচার নিয়ে আপনারা নিজ নিজ জায়গা থেকে হাত তুলুন।
শক্ত মিডিয়া কভারেজ না হলে আমরা দ্রুত বিচার পাব না।
ডা. প্রকাশ শুধু আমার বা আমাদের না তিনি একজন ডাক্তার , আসুন সবাই মিলে একজন ডাক্তারের খুনের প্রতিবাদে একটু আওয়াজ তুলি।
প্রকাশ ভাইয়ের এগার মাসের বাচ্চাটা যেন আফসোস না করে তার বাবার হত্যার বিচার পায়নি সে…
আসুন সবাই মিলে একবার দেখিয়ে দেই যে আমরা পারি আমাদের ভাইয়ের বিচার পেতে।