ডা বুশরা বিনতে আলম বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। ২০০৯ সাল থেকে তিনি এই পদে কর্মরত রয়েছেন।
ডা বুশরা বিনতে আলম ১৯৮৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর লন্ডন স্কুল অফ হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিন থেকে ভাইরোলজিতে এমএস করেন। এছাড়া প্রিভেনটিভ এবং সোশ্যাল মেডিসিনে তিনি এমফিল করেন।
তিনি দীর্ঘ পঁচিশ বছর স্বাস্থ্যখাতে কাজ করেছেন। এর ভিতর ১৫ বছর বাংলাদেশ সরকারের হয়ে কাজ করেন। এছাড়া তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) হয়ে কাজ করেছেন।
তিনি মাতৃস্বাস্থ্যের জন্য UN-MNH ডিজাইন করেছেন যেটা বাংলাদেশে জাতিসংঘের তিনটি সংস্থাদ্বারা বাস্তবায়িত হচ্ছে। এছাড়া স্বাস্থ্যখাতে সরকারের সবচেয়ে বড় প্রকল্প ‘স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি’র (এইচএনপিএসপি) এবং এইচএনপিএসডিপি এর ডিজাইনে তিনি সহায়তা করেন। এছাড়া তিনি ফিলিপাইনে মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে প্রোগ্রাম ডিজাইনে সহায়তা করেন।
তিনি হেলথ সিস্টেম বা স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য, এইচআইভি এবং এইডস, স্বাস্থ্য খাতে নীতিমালা ইত্যাদি নিয়ে কাজ করেন।
ভালত!!স্বপ্ন দেখতে থাকি!!!