ঢাকা ডেন্টাল কলেজে কর্মশালা, ঢাডেক’কে ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশ্বাস

কর্মশালা ১:
ঢাকা ডেন্টাল কলেজের উদ্যোগে গত ৬-ই জানুয়ারি অডিটোরিয়ামে আয়োজন করা হয় সেমিনার এন্ড হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন ‘ Fixed bridge preparation in 30 minutes’ ।

সেমিনারের সভাপতিত্ব করেন ঢাডেক অধ্যক্ষ প্রফেসর ডা. আবুল কালাম ব্যাপারী ও সঞ্চালনা করেন ঢাডেক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স এর ডা.জেসমিন আরা ।সেমিনারটি’র বক্তা ও প্রশিক্ষক ছিলেন ভারতের প্রখ্যাত ডেন্টাল সার্জন ডাঃ সান্তোষ রবিন্দরন । ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী,ইন্টার্ন চিকিৎসক,অনারারী ডাক্তার ,ট্রেইনী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।। ডাঃ সন্তোষ ‘মিসিং টুথ’ প্রতিস্থাপনে প্রচলিত ফিক্সড প্রসথেথিক ব্রিজের বিকল্প হিসেবে ‘ফাইবার সাপোর্টেড ফিক্সড ব্রিজ ‘ পদ্ধতি’র উপস্হাপন করেন।সেই সাথে ডেন্টাল ম্যাটেরিয়ালের উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে আলোকপাত করেন।বিষয়ভিত্তিক উপস্থাপন শেষে তিনি ডিজিটাল মিডিয়ায় ৩০ মিনিটে ফাইবার সাপোর্টেড ফিক্সড ব্রীজ ,অংশগ্রহণকারীদের করে দেখান।

26695625_10203904270363669_1258033590_o

26735216_10203904270003660_2009596130_o

26772424_10203904270243666_330895870_o

26695019_10203904269883657_672244467_o

কর্মশালা ২:

ডেন্টাল প্রফেশনের প্রাণকেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজে শেষ হয়েছে দুইদিনব্যাপী ওয়ার্কশপ অন টিচিং মেথোডলজি ইন ডেন্টিস্ট্রি।ওয়ার্শপের প্রথমদিন,৭-ই জানুয়ারি,প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডা. কামরুল হাসান খান স্যার, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ ডা. আলী আসগর মোড়ল স্যার, ডেন্টাল ফ্যাকাল্টির ডীন গাজী শামীম হাসান স্যার উপস্থিত ছিলেন।ঢাডেক অধ্যক্ষ প্রফেসর ডা.আবুল কালাম ব্যাপারী স্যারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে ডেন্টিস্ট্রির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।অনুষ্ঠানের মাননীয় অতিথি’রা ডেন্টাল প্রফেশনের উন্নয়নের জন্য কোর্স বাড়ানো,বেসিক সাবজেক্টে কোর্স চালু,ঢাকা ডেন্টাল কলেজে এমফিল, ডিডিএস কোর্স শুরু এবং বাংলাদেশের একমাত্র সরকারি ও পূর্ণাংগ ডেন্টাল কলেজ হাসপাতাল -ঢাকা ডেন্টাল কলেজের সার্বিক উন্নয়ন এবং ডেন্টাল বিশ্ববিদ্যালয় পরিণতকরণের আশ্বাস প্রদান করেন।

26647985_10203904272083712_271984602_n(1)

26754582_10203904272243716_1544662927_n

26754298_10203904272043711_373357733_n

26647999_10203904272163714_559352800_n

26694798_10203904272203715_1569503657_n

তথ্য :
ডা.সাবরিনা ফরিদা চৌধুরী
প্ল্যাটফর্ম ডেন্টাল উইং

Vivek Podder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ বার্ষিক সাংস্কৃতিক-ক্রীড়া উৎসব ২০১৮

Tue Jan 9 , 2018
    ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২, ৩ ও ৪ জানুয়ারি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সাংস্কৃতিক উৎসব ২০১৮ এবং ইনডোর গেইমস কম্পিটিশন। অনুষ্ঠান উপলক্ষ্যে সংশ্লিষ্ট সবার মাঝে ছড়িয়ে ছিল আনন্দ ও উত্তেজনা। গোটা কলেজ জুড়ে ছিল সাজসাজ রব। ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে ভিন্নধর্মী, মনোরম […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo