গত ০৮ ই জানুরারি,২০১৭ উদযাপিত হলো ঢাকা ডেন্টাল কলেজের ৪৯তম ব্যাচের র্যাগ ডে।। ২০১২ সনের ৮জানুরারি গুটি গুটি পায়ে শুরু হয় ডি ৪৯ ব্যাচের ক্যাম্পাসে পথচলা।এই ৫ বছরে ক্যাম্পাসে ছিলো ব্যাচটির দৃপ্ত পদচারণা।প্রফেশনাল পরীক্ষায় সাফল্যের পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ,বিভিন্ন দিবস উদযাপন,টুরনামেন্ট চ্যাম্পিয়নশীপ,দেশের জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ ছাড়া ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটির দিক দিয়ে ও বেশ অগ্রণী ভূমিকা রেখেছে ব্যাচটি। আর সেজন্য ক্যাম্পাসে নিজের এই মধুর দিনগুলি কে স্মরণ করে ব্যাচের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হলো ডি-৪৯ ‘এর সারাদিন ব্যাপী র্যাগ ডে।র্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাসে কালারফুল পোস্টারিং করা হয় এবং ডিপার্টমেন্টগুলোতে থ্যানক্স গিভিং নোট দেয়া হয়। ঢাডেক এর অধ্যক্ষ ডা:এস এম ইকবাল,উপাধ্যক্ষ ডা:শিব্বির ওসমানী, ডা:নাসিম,ডা:কাজল,ডা:শ্যামল,ডা:সারোওয়ার প্রমুখ শিক্ষকদের উপস্থিতে তে কেক কাটার মাধ্যমে র্যাগ ডে’র। উদ্বোধন করা হয়।এরপর ধারাবাহিকভাবে ব্যাচ ডকুমেন্টারি, কালার ফেস্ট,নিজেদের অংশগ্রহণে mannequin এবং সবশেষে নিজেদের ব্যাচ সংগীত, গান, নাচ,বীট বক্সিং,বাশি বাজানো,আবৃত্তি,গেইম ইত্যাদির সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রস্তুতকারী-ডা:সাবরিনা ফরিদা চৌধুরী,প্ল্যাটফর্ম ডেন্টাল উইং