রবিবার, ০২ মার্চ, ২০২৫
ঢাবির ডিন অফিসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর কর্মচারীদের হামলার ঘটনা ঘটেছে। আজ (০২ মার্চ) এ ঘটনা ঘটেছে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনস্থ মেডিকেল কলেজসমূহের চূড়ান্ত পেশাগত পরীক্ষার (ফাইনাল প্রফ) রেজিস্ট্রেশনের কার্যক্রম দ্বিতীয়বারের মতো স্থগিত করায় ডিন অফিসে যায় শিক্ষার্থীরা।
এসময় সেখানে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীরা তাদের উপর হামলা করে। হামলার অনেক ভিডিওই ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে ডিন অফিসে যোগাযোগ করা হলে কোন সদুত্তর পাওয়া যায়নি।