প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০:
দিন যত যাচ্ছে কোভিড-১৯ আমাদেরকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আতঙ্কে রাখছে প্রতিনিয়ত। দেশের এই ক্রান্তিকালে করোনার সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তের সেবা দানে সামনের সারিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতকিছু করার পরও অনেকে পাচ্ছেন না প্রাপ্ত সম্মানটুকু। সমালোচিত হচ্ছেন, কটু কথা শুনতে হচ্ছে, অনেক সময় জর্জরিত হচ্ছেন বাড়ির মালিকদের অন্যায় আচরণে।
বাড়ির মালিক কর্তৃক অসদাচরণের এমনি নিজ অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক।
২৪ ঘণ্টা ডিউটি শেষে যথাযথ ডিজইনফেক্টেড হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে প্রবেশে বাধা প্রদান করে তার বাড়ির মালিক। ক্লান্ত অবস্থায়ও হতে হয় হয়রানির শিকার। তিনি মালিকের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে মালিকের উত্তরঃ
‘চাকরি থেকে ছুটি নিয়ে বাসায় বসে থাকো। আমি তোমার ভালোর জন্যই বলছি! তুমি ছাড়া অনেক ডাক্তার আছে। আর তুমি এত বড় ডাক্তার হয়ে যাওনি যে চাকরিতে না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি সামান্য ডিউটি ডাক্তার। পারলে তোমার হসপিটালরে থাকার ব্যবস্থা করে দিতে বলো।’
অথচ বাসার অন্য ভাড়াটিয়ারা বিভিন্ন প্রয়োজনে- অপ্রয়োজনে বাসার বাইরে গেলেও তাদের ব্যপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেই চিকিৎসক যখন দেশের এই সঙ্কটকালে নিজের বাইরে যাবার প্রয়োজনীয়তা বোঝাতে গেলেন, তাকে শুনতে হলো উল্টো কথাঃ
‘অন্য ব্যবস্থা করো আর না হলে বাসা ছেড়ে দাও। আমি তোমার একার জন্য বাসার অন্য ভাড়াটিয়াদের রিস্ক এ ফেলে দিতে পারব না। তুমি মিরপুরে যাও। ওইটা ডেনজার এলাকা। তোমাকে বাসায় ঢুকতে দিচ্ছি না, তুমি পারলে প্রশাসনে কমপ্লেইন করো। আর তুমি সরকারি চাকরি করো না, সো এ চাকরিতে না গেলে বা চাকরি ছেড়ে দিলে কিছু হবেনা।’
অথচ বাড়িওয়ালা একজন সরকারী চাকুরীজীবি, শিক্ষিত মানুষ। এতকিছুর পরও তিনি বুঝছেন না চিকিৎসকদের বর্তমান অবস্থাটা, সহযোগিতা তো দূরে থাক!
ঢাকা শহরে অহরহই এমন বহু ঘটনা ঘটছে। চিকিৎসকরা পদে পদে অপমানিত হচ্ছেন, শিকার হচ্ছেন নানা বঞ্চনার। এতকিছু কি কেবল চিকিৎসক বলেই? এমনি যদি হয় দেশের অবস্থা, চিকিৎসকরা যাবেন কোথায়?
নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ