প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার
গত ১৪.০৪.২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা সেবা এবং এর সাথে জড়িত চিকিৎসক, নার্সসহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করার জন্য বলা হয়।
উদ্ভূত করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে যাতায়াতকৃত চিকিৎসকদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানি স্বীকারের প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে করোনা মহামারিতে লক ডাউন চলাকালীন সময়ে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলের যাতায়াতের সময় সার্বিক সহযোগিতা করার জন্যে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্যও অনুরোধ করা হয়।
নিজস্ব প্রতিবেদক
খুরশিদা জেবিন জিনিয়া