প্ল্যাটফর্ম নিউজ, ২৩ মে ২০২১, রবিবার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ৮৯৯ জন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১২ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৫জনের নমুনা পরীক্ষা করা হয় এবং শনাক্তের হার ৮.৯০%।