বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিংভিত্তিক (এনজিএস) ক্যান্সার শনাক্তকরণ সেবা চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে রাজধানীর মহাখালী, মিরপুর, মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান ও বারিধারাস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং বুথসমূহে এই সেবা পাওয়া যাচ্ছে।
গতকাল (২৩ এপ্রিল) আইসিডিডিআর,বি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অত্যাধুনিক এই প্রযুক্তি দেশের স্বাস্থ্যখাতে নির্ভুল এবং দ্রুত রোগ নির্ণয়ের নতুন দ্বার উন্মোচন করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারের অধীনে পরিচালিত এই সেবার মাধ্যমে রোগীদের আর বিদেশে নমুনা পাঠাতে হবে না বা সপ্তাহের পর সপ্তাহ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। এখন থেকে মাত্র দুই সপ্তাহের মধ্যেই নির্ভরযোগ্য রিপোর্ট হাতে পাবেন রোগী ও চিকিৎসকরা।
বাংলাদেশে ক্যান্সার শনাক্তে দীর্ঘদিন ধরেই ছিল উন্নত ও নির্ভুল পরীক্ষার ঘাটতি। অনেক সময় রোগ নির্ণয়ে বিলম্ব এবং ভুল রিপোর্ট রোগীর চিকিৎসাকে আরও জটিল করে তোলে। বিশেষ করে যেসব ক্ষেত্রে জিন-ভিত্তিক চিকিৎসার প্রয়োজন হয়, সেগুলোর জন্য বিদেশে নমুনা পাঠানো ছাড়া বিকল্প ছিল না। এতে সময়, টাকা এবং মানসিক চাপ—সবকিছুই বেড়ে যেত।
নমুনা প্রদানের স্থান:
রোগীদের সুবিধার্থে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার এবং এর বুথসমূহ থেকে নমুনা সংগ্রহ করা হবে। বর্তমানে মহাখালী, মিরপুর, মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান ও বারিধারায় এই সেবা পাওয়া যাবে।
আইসিডিডিআর,বি জিনোম সেন্টার ও এর সেবা সম্পর্কে আরও তথ্যের জন্য [email protected] ই-মেইলে বা (+৮৮০) ১৭১৩২৮৮০৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
যেসব ক্যান্সারে সেবা মিলবে :
জিনোম সেন্টারে নিচের ক্যান্সারগুলোর জন্য পরীক্ষাসমূহ পরিচালিত হবে: স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার, রক্তের ক্যান্সার। এসব পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা রোগীর জন্য সময়োপযোগী এবং কার্যকর চিকিৎসা পরিকল্পনা নিতে পারবেন।
জানা গেছে, গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে সার্কভুক্ত দেশের ক্যান্সার বিশেষজ্ঞরা, দ্য ল্যানসেট অনকোলজি এডিটোরিয়াল বোর্ডের সদস্য এবং বাংলাদেশের অনকোলজি ক্লাবের প্রতিনিধি দল আইসিডিডিআর,বি জিনোম সেন্টার পরিদর্শন করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস