প্ল্যাটফর্ম নিউজ, ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার
দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের স্বনামধন্য এই প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ও হাসপাতাল প্রাঙ্গন এবং নগরীর আব্দুস সামাদ চত্বরে এই প্রতিবাদী মানববন্ধন পালন করে। সারা দেশে ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় তারা। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের ফলপ্রসূ হস্তক্ষেপের জন্যও দাবি ওঠে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজটির প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোঃ মনোজ্জির আলী, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানী, অধ্যাপক ডা. হামিদা খাতুন, অধ্যাপক ডা. ফাহমিদা আলী, অধ্যাপক ডা. মাহমুদা কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ডা. তনুশ্রী সরকার, সহকারী অধ্যাপক ডা. স্মিতা রায় এবং কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি নগরীর সচেতন নাগরিকরাও এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
আর কোনো বোন যেন নির্যাতনের শিকার না হয় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে আসে এই কর্মসূচিতে।
আমাদের সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কন্ঠে এ দাবি জোরালো হলে আর কোনো ধর্ষকের মুখ সমাজ দেখবে না, বলে আশা ব্যক্ত করে সমাজে গণ্যমান্যরা।